মুক্তবাণী ডেস্ক : গত সপ্তাহান্তে তিন আমেরিকান নিহত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার মার্কিন বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর ৭০টিরও বেশি অবকাঠামোতে হামলা চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে তিন আমেরিকানকে হত্যার জন্য এটিকে ‘খুব গুরুতর প্রতিশোধ’ হিসেবে বর্ণনা করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ওয়াশিংটন জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীর এক বন্দুকধারী গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরায় হামলা চালায়। ওই হামলায় দুই মার্কিন সেনা ও একজন মার্কিন বেসামরিক নাগরিক নিহত হয়।
সিরিয়ার পালমিরার শহরটি ইউনেস্কো-তালিকাভুক্ত প্রাচীন ধ্বংসাবশেষ এবং এক সময় এটি জিহাদি যোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আইএস-এর অন্তত ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এই সব হামলায় যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার ও কামান ব্যবহার করা হয়।
সেন্টকম জানিয়েছে, ‘মার্কিন এই অভিযানে ১০০টিরও বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। আইএসআইএস-এর পরিচিত অবকাঠামো ও অস্ত্র মজুতের স্থানগুলোই ছিল হামলার লক্ষ্য।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘হত্যাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি যে কঠোর প্রতিশোধের কথা বলেছিলাম, সেটিই বাস্তবায়ন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, যারা আমেরিকানদের ওপর আক্রমণ করবে, ‘তাদের ওপর কঠোরভাবে আঘাত করা হবে।’
সেন্টকম জানিয়েছে, পালমিরার হামলার পর মার্কিন ও মিত্র বাহিনী ‘সিরিয়া ও ইরাকে ১০টি অভিযান পরিচালনা করেছে, যার ফলে ২৩ জন সন্ত্রাসী নিহত বা আটক হয়েছে।’
তবে এই নিহত ও আটককারীরা কোন গোষ্ঠীর সদস্য ছিল, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।