শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

ট্রেলারে নোলানের ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে আলোড়ন তুলল

বিনোদন প্রতিবেদক : ‘ওপেনহাইমার’-এর সাফল্যের পর এবার গ্রিক মহাকাব্য নিয়ে পর্দায় ফিরছেন খ্যাতনামা নির্মাতা ক্রিস্টোফার নোলান। গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের ট্রেলার সম্প্রতি প্রকাশ করেছে ইউনিভার্সাল পিকচার্স। প্রায় দুই মিনিটের ট্রেলারটি প্রকাশের পরপরই বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। দর্শকদের মতে, এটি যেন সত্যিই এক মহাকাব্যিক নির্মাণ।

‘দ্য ওডিসি’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে গ্রিসের ইথাকা দ্বীপের রাজা ওডিসিয়াসের নিজ ভূমিতে ফেরার রোমহর্ষক সংগ্রামকে কেন্দ্র করে। ট্রোজান যুদ্ধ শুরু হলে ওডিসিয়াসকে যুদ্ধে অংশ নিতে হয়, যা চলে একটানা ১০ বছর। যুদ্ধ শেষে দেশে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে। এরপর সাগরের পথে পথে ঘুরে বিভিন্ন দ্বীপে নানা ধরনের মানুষ, জন্তু-জানোয়ার এবং দেব-দেবীর মুখোমুখি হয়। ভয়ংকর সব বাধা পেরিয়ে, নিজের বুদ্ধি, সাহস ও শক্তির মাধ্যমে প্রায় ২০ বছর পর বিজয়ী হিসেবে নিজ দেশে ফিরে আসে ওডিসিয়াস।

ট্রেলারের শুরুতেই দেখা যায় ট্রয় যুদ্ধের ময়দানে পড়ে থাকা শত শত সমাধির দৃশ্য। এরপর বাড়ি ফেরার জন্য সৈন্য বাহিনী নিয়ে রওনা দেয় ওডিসিয়াস। বিপৎসংকুল সমুদ্রযাত্রা, শত্রুদের হানা, তীব্র ঝড়, ভুল দ্বীপে গিয়ে ওঠা, নতুন নতুন বিপদ—সবকিছুই নিখুঁতভাবে ক্যামেরায় তুলে এনেছেন নোলান।

সিনেমার মুখ্য চরিত্র ওডিসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। ট্রেলারের প্রায় পুরোটা জুড়ে তাঁর উপস্থিতি লক্ষণীয়। এছাড়া ওডিসিয়াসের ছেলে টেলিমাকাস চরিত্রে টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে অ্যান হ্যাথাওয়ের উপস্থিতি দেখা যায় কয়েক ঝলকে। আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি, জন বার্নথাল প্রমুখ। তবে ট্রেলারে তাঁদের দেখা যায়নি।

চলচ্চিত্রটিতে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন আইম্যাক্স ক্যামেরা ব্যবহার করেছেন পরিচালক। ২০ লাখ ফুট ফিল্ম খরচ করে মহাকাব্যিক এই গল্পকে পর্দায় তুলে এনেছেন তিনি।

বহুল প্রতীক্ষিত ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই।