হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে একটি লাল-সবুজ রঙের বিশেষ বাসে করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে হয়ে গণসংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিমানবন্দরে অবতরণের পর তিনি দলীয় ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর সফরসঙ্গী ও সিনিয়র নেতৃবৃন্দের টিম মেম্বারদের সঙ্গে নিয়ে গণসংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হন।
তার পুরো বহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছুটে চলেন। পথে নেতাকর্মীদের হাত নেড়ে সাড়া দেন তারেক রহমান।