শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

গুলশান কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) থেকে তিনি সেখানে নিয়মিতভাবে দায়িত্ব পালন শুরু করেন।

দুপুরে কার্যালয়ে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, তারেক রহমানের গুলশান কার্যালয়ে আগমন দলকে নতুনভাবে উজ্জীবিত করবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে তার প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকায় লাখো নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের অভূতপূর্ব সমাবেশ হয়। পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।