শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি আগের মতোই সংকটময় মুহূর্তে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ও বিএনপি সূত্র।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। গতকাল রোববারও মেডিকেল বোর্ড সূত্র একই তথ্য দিয়েছে।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। চলতি মাসের শুরুর দিকে তাঁকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তা সম্ভব হয়নি।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে শনিবার মধ্যরাতে করা ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “স্বাভাবিকভাবেই ওনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন।”

তিনি আরও জানান, ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ কারণে তাঁকে কেবিন থেকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) এবং পরে আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) স্থানান্তর করা হয়।

দেশি-বিদেশি চিকিৎসকেরা তাঁর চিকিৎসায় যুক্ত রয়েছেন। চিকিৎসক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার পুত্রবধূ চিকিৎসক জুবাইদা রহমানও চিকিৎসায় অংশ নিচ্ছেন।

এদিকে গতকাল রাত আটটার কিছু পরে জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখেন। এর কিছুক্ষণ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু এবং খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও তাঁকে দেখতে হাসপাতালে যান।