শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ শাবান, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়া আমাদের সবচেয়ে কঠিন সময়ে আশার আলো ছিলেন: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে কঠিন সময়ে আশার আলো ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন সব নেতার মধ্যে সবচেয়ে করুণাময়, প্রতিরোধের প্রতীক এবং সর্বোচ্চ স্তরের একজন দেশপ্রেমিক। তিনি শেষ পর্যন্ত একজন যোদ্ধা হিসেবে দেশের মানুষের পাশে থেকেছেন এবং সবচেয়ে কঠিন সময়ে জাতির জন্য আশার আলো হয়ে উঠেছিলেন। তার আজীবন সংগ্রামের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রকৃত চেতনাকে সংজ্ঞায়িত করেছেন।

তিনি আরও জানান, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া ছিলেন অনেকের নায়ক ও অনুপ্রেরণার উৎস। বেগম খালেদা জিয়া শান্তিতে ঘুমান। আল্লাহ আপনাকে জান্নাতের সবচেয়ে সুন্দর স্থান দান করুন। আপনি চির শান্তিতে ঘুমান।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন।