শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের ম্যাচ স্থগিত

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টার দিকে ইন্তেকাল করেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নির্ধারিত ম্যাচগুলো মাঠে গড়াচ্ছে না।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দেশের শোকাবহ পরিস্থিতি এবং বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। এ দুটি ম্যাচ কবে অনুষ্ঠিত হবে, তা পরে জানানো হবে।

সূচি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দুপুর ১টায় সিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা ৬টায় ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্স ম্যাচ হওয়ার কথা ছিল।

এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। দেশের ক্রিকেটের অগ্রগতিতে তাঁর অব্যাহত সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে সংস্থাটি।

বিসিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অসামান্য সমর্থন দিয়েছেন। ক্রিকেট অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন এবং সারা দেশে খেলাটির বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। তাঁর দুরদর্শিতা ও উৎসাহ দেশের ক্রিকেটে সাফল্য ও অগ্রগতির পথ সুগম করেছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও শোক প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে।”