শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি ৪ থেকে ৭ জানুয়ারি চীন সফর করবেন

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আগামী রোববার থেকে বুধবার পর্যন্ত চীন সফর করবেন বলে আশা করা হচ্ছে। সিউল এবং বেইজিং এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

লি এবং শি সর্বশেষ গত নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার গিওংজু শহরে এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চীনের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপন করার চেষ্টা করছেন, যেহেতু চীন তার দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, এবং তার পূর্বসূরি ইউন সুক ইওলের অধীনে বছরের পর বছর তিক্ত সম্পর্কের পর তিনি এই পদক্ষেপ নিয়েছেন।