শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ শাবান, ১৪৪৭ হিজরি

জানাজা শেষে জনস্রোতে হেঁটে ফিরছেন মানুষ

নিজস্ব প্রতিবেদক : লাখ লাখ মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। জানাজায় অংশ নিয়ে সর্বস্তরের মানুষ এরই মধ্যে গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা শুরু হয়। নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

জানাজা শেষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশের সড়ক ঘুরে গন্তব্যমুখী মানুষের ফিরতে দেখা যায়।

এদিন সকাল থেকেই জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জনস্রোত ছড়িয়ে পড়ে অ্যাভিনিউয়ের বাইরেও। শুধু তাই নয়, উড়াল সড়কও জনতার ঢলে বন্ধ হয়ে যায়।