শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে ট্রাক দুর্ঘটনায় ৩ জন নিহত

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা হাটের কলা ব্যবসায়ী ছিলেন।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।