শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

অবকাশ শেষে শোকের আবহে খুলেছে নিম্ন আদালত

আদালত প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিনদিনের রাষ্ট্রীয় শোকের মধ্যেই খুলেছে ঢাকা ও সারাদেশের নিম্ন আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মাসব্যাপী ডিসেম্বরের বাৎসরিক অবকাশ শেষে আদালত খুললেও শোকের আবহে বিচারাঙ্গনে কিছুটা নীরবতা বিরাজ করেছে। তবে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

সকাল থেকেই আদালত চত্বরে আইনজীবী, সহকারী, পেশকার ও আদালতের কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন এজলাসে বিচারকাজ শুরুর প্রস্তুতির পাশাপাশি আইনজীবী ও সহকারীদের মামলার নথি গোছানো, পুরোনো ফাইল খোঁজা এবং শুনানির প্রস্তুতি নিতে দেখা গেছে।

আদালত সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশের জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে বাৎসরিক অবকাশ চলছিল। এ সময়ে দেওয়ানি ও ফৌজদারি মামলার নিয়মিত কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি মামলার জন্য অবকাশকালীন বিচারকরা দায়িত্ব পালন করেন।

তবে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত বাৎসরিক অবকাশের আওতাবহির্ভূত থাকায় এসব আদালতের কার্যক্রম সারাবছরই চালু ছিল।

অবকাশ শেষে আদালত খুললেও রাষ্ট্রীয় শোক পালনের কারণে বিচারাঙ্গনে নীরবতা লক্ষ্য করা গেছে। আদালত প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং অনেককে কালো ব্যাজ ধারণ করতে দেখা যায়। পাশাপাশি আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা জানান, অবকাশ শেষে প্রথম দিন হওয়ায় প্রাথমিকভাবে প্রস্তুতিমূলক কাজ বেশি হলেও ধীরে ধীরে সব এজলাসে নিয়মিত মামলার শুনানি পুরোদমে শুরু হবে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মারা যান বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতির কারণে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। বুধবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।