শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

নতুন বছরে তারকাদের শুভেচ্ছা, রসিকতা আর আবেগঘন বার্তা

বিনোদন প্রতিবেদক : নতুন আশা ও প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে ইংরেজি ২০২৬ সাল। বছরের প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন দেশের অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীরা। কেউ লিখেছেন মজার রেজল্যুশন, কেউ দিয়েছেন জীবনের গভীর উপলব্ধির বার্তা।

সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে নতুন বছরের রেজল্যুশন জানিয়ে লিখেছেন, ‘নতুন বছরের রেজল্যুশন-পালের টিপটা যাতে মাঝখানে ঠিকঠাক পরতে পারি। ২০২৬, স্বাগতম জাদুর শহরে।’

অভিনেত্রী সায়রা আকতার জাহান সাদা পোশাক ও হাতে সাদা গোলাপ নিয়ে ফেসবুকে লিখেছেন আবেগঘন বার্তা। তিনি লিখেছেন, ‘যে জিনিসটা তোমার মনকে ভালোবাসায় ভরিয়ে দেয়, যত্নে আগলে রাখে, নিরাপদ বোধ করায়, জীবন্ত করে তোলে আর মনে শান্তি আনে—২০২৬ সালে সেটাকেই আঁকড়ে ধরো, সেটার দিকেই ছুটে চলো। শুভ নববর্ষ।’

সংগীতশিল্পী সাবরিনা পড়শী নতুন বছরের সকালে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ সকাল, ২০২৬ ভালো কাটুক সবার।’ পোস্ট দেওয়ার চার ঘণ্টার মধ্যেই এতে রিঅ্যাক্ট পড়ে ১০ হাজারের বেশি এবং মন্তব্য জমা হয় প্রায় দুই হাজার, যা তার জনপ্রিয়তারই প্রমাণ।

অন্যদিকে, হাতে লাল গোলাপ নিয়ে অভিনেত্রী এলিনা শাম্মী ফেসবুকে সংক্ষিপ্তভাবে লিখেছেন, ‘শুভ নববর্ষ।’ ছোট্ট এই শুভেচ্ছাতেও ছিল নতুন বছরের উষ্ণতা ও ইতিবাচক বার্তা।

সব মিলিয়ে নতুন বছরে তারকাদের শুভেচ্ছা বার্তায় যেমন আছে হালকা রসিকতা, তেমনি আছে ভালোবাসা, শান্তি এবং সবার জন্য সুন্দর সময়ের প্রত্যাশা।