নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী তৈয়বুর রহমানকে ডিবি পরিচয়ে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখ্য যুগ্ম সমন্বয়ক দিলশানা পারুল। তিনি জানিয়েছেন, গতকাল শনিবার রাত থেকে তৈয়বুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসন্ন নির্বাচনে ঢাকা-১৯ আসনের প্রার্থী দিলশানা পারুল বিষয়টি প্রকাশ করেন।
তিনি লিখেছেন, “তৈয়বুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের ফ্রন্ট লাইনের সংগঠক, আমাদের এনসিপির সাভারের বর্তমান নেতা। আমার ঢাকা-১৯ নমিনেশন সাবমিশনের সাভারের ভোটার হিসেবে প্রস্তাবনাকারী। গতকাল নমিনেশন যাচাই-বাছাই প্রক্রিয়ায় দুপুরে আমার সাথে ছিল। আমার নমিনেশন বৈধ ঘোষণার পর সেখান থেকে সে উত্তরা চলে যায়।”
পারুল আরও দাবি করেন, “উত্তরা থেকে ডিবি পুলিশ তৈয়বুরকে অ্যারেস্ট করেছে। উত্তরা কোন থানায় তৈয়বুরের কোনো খোঁজ আমরা পাচ্ছি না। অনতিবিলম্বে তৈয়বুরকে কোথায় আটকে রাখা হয়েছে আমাদেরকে তা জানতে দিতে হবে। এভাবে হাসিনা আমলের মতো ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়া চলতে পারে না।”
তবে এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখনো কোনো তথ্য গণমাধ্যমে জানানো হয়নি।