নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা-১৩ এবং ঢাকা-১৫ আসনে যাচাই-বাছাই শেষে মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। উভয় আসনে বাতিল হয়েছে মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র।
আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ইউনুচ আলী এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। ঢাকা-১৩ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ঢাকা-১৫ আসনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই শেষে ছয়জন বৈধ এবং তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং অফিসার জানান, মনোনয়নপত্র বাতিলের কারণগুলোর মধ্যে রয়েছে—এক শতাংশ ভোটারের গরমিল, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিন বছর পূর্ণ না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র পূরণে বিশেষ করে তৃতীয় অংশে ঘাটতি থাকা। এছাড়া দু’জন প্রার্থীর দলীয় মনোনয়ন সঠিক না থাকায় তাদের মনোনয়নও বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল করতে পারবেন।
ঢাকা-১৩ আসন– বিএনপির ববি হাজ্জাজ, ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মুনিয়া, খেলাফত মজলিসের মো. মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) মো. শাহাবুদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা।
বাতিল প্রার্থীরা– স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, গণঅধিকার পরিষদের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. খালেকুজ্জামান এবং আমজনতার দলের রাজু আহমেদ।
ঢাকা-১৫ আসন– জামায়াতে ইসলামীর মো. শফিকুর রহমান, বিএনপির মো. শফিকুল ইসলাম খান, গণফোরামের এ. কে. এম. শফিকুল ইসলাম, জনতার দলের খান শোয়েব আমান উল্লাহ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আশফাকুর রহমান, জাতীয় পার্টির মো. সামসুল হক।
বাতিল প্রার্থীরা– বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহাম্মদ সাজেদুল হক, স্বতন্ত্র প্রার্থী মো. তানজিল ইসলাম।