শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে ফিরছেন নাজিফা তুষি

নাজিফা তুষি

বিনোদন প্রতিবেদক : ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২২ সালে ‘হাওয়া’ দিয়ে বড় পর্দায় ফিরেছিলেন নাজিফা তুষি। এ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হলেও এরপর আবার অন্তরালে চলে যান তিনি। সিনেমা কিংবা ওটিটি— কোথাও দেখা যায়নি তাঁকে। অবশেষে এ বছর একাধিক সিনেমা নিয়ে দর্শকের সামনে ফিরছেন এই অভিনেত্রী।

ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে ‘রইদ’-এর। এরপর মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এ বছরই মুক্তি পাবে ‘আন্ধার’ ও ‘সখী রঙ্গমালা’।

দীর্ঘদিন পর পর্দায় ফেরার প্রসঙ্গে তুষি বলেন, “হাওয়ার পর বেশ কয়েকটি কাজ করেছি। আশা করছি, এ বছর আমার কাজগুলো দর্শকের সামনে আসবে। এর মধ্যে তিনটি সিনেমার ঘোষণা এসেছে। তিনটি তিন রকম সিনেমা। তিনজন ভিন্ন নির্মাতা, ভিন্ন গল্প, ভিন্ন চরিত্র।”

‘রইদ’-এ তুষির চরিত্রের কোনো নাম নেই। তাঁর পরিচয় ‘সাদুর বউ’। সাদু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। চরিত্রের প্রয়োজনে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে তুষিকে। তিনি কোনো মেকআপ ব্যবহার করেননি, এমনকি ছয় মাস সাবান-শ্যাম্পু ব্যবহার থেকেও বিরত ছিলেন। শারীরিক গঠনেও পরিবর্তন এনেছেন তিনি।

এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’ সিনেমায় তুষি অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে। কথাসাহিত্যিক শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমায় অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের কাহিনি উঠে এসেছে। এতে তাঁর সহশিল্পী মোস্তাফিজ নূর ইমরান ছাড়াও অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার, তৌফিকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ। শুটিং শেষে বর্তমানে সিনেমাটির সম্পাদনার কাজ চলছে।

‘আন্ধার’ নির্মিত হচ্ছে ভৌতিক গল্পে। এতে তুষিকে দেখা যাবে নাদিয়া চরিত্রে। তবে এখনই সিনেমার গল্প নিয়ে বিস্তারিত জানাতে চান না তিনি। এতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, মোস্তফা মনওয়ার প্রমুখ। গত নভেম্বরে শুটিং শেষে নির্মাতা জানিয়েছেন, সম্পাদনার কাজ শেষে এ বছরই মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, রায়হান রাফীর আরেকটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তুষি। ‘প্রেশার কুকার’ নামের এ সিনেমাটি তৈরি হচ্ছে নারীকেন্দ্রিক গল্পে। তবে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। জানালেন, টিম থেকে নিষেধ আছে সিনেমাটি নিয়ে কথা বলার ব্যাপারে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

দীর্ঘ বিরতির পর একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নাজিফা তুষি আবারও বড় পর্দায় দর্শকদের মনোযোগ কাড়তে প্রস্তুত হচ্ছেন।