শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

ওসমান হাদি হত্যা মামলায় আজ বিকেলে ডিএমপির ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দাখিলের বিষয়ে জানাতে আজ (মঙ্গলবার) বিকেলে ব্রিফিং ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি মিডিয়া সেন্টারে এ ব্রিফিং করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে অবশ্যই দাখিল করা হবে।

এর আগে, সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

হাদি হত্যা মামলার অগ্রগতি ও চার্জশিট দাখিলের সময়সীমা নিয়ে আজকের ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।