নিজস্ব প্রতিবেদক : ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমান উত্তেজনা দেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, মুস্তাফিজকে নিয়ে যা ঘটেছে তা দুঃখজনক। শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি। একজন বিখ্যাত খেলোয়াড় খেলতে যাবে, তাকে হঠাৎ বন্ধ করে দেওয়া অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এটি দুই দেশের কারো জন্যই ভালো নয়। তবে রাজনৈতিক টানাপড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।
রাজনৈতিক প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার মনে হয়, এখানে ইমোশনাল বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনা করবে। আমরা চাই না সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক।”
অর্থ উপদেষ্টা আরও বলেন, মুস্তাফিজ একজন সেরা খেলোয়াড়— সবাই তা স্বীকার করে। বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি সম্পূর্ণ যথাযথ। কেউ যদি এ ধরনের পদক্ষেপ নেয়, তাহলে প্রতিক্রিয়া আসবেই।
এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, “একটা ক্রিয়া, আরেকটা প্রতিক্রিয়া। ওরা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে প্রত্যাহার করেছে, সেটার প্রতিবাদে আমরা যা করেছি সেটি যথাযথ প্রতিক্রিয়া। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের কথাও বলা হয়েছে। আমাদের প্রতিক্রিয়া ইন্ডিয়ানদেরও ভাবাচ্ছে। ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ান নিজেই বলেছেন, এটা উচিত হয়নি। আমি মনে করি, যেখান থেকে বিষয়টি শুরু হয়েছে, সেখানে শুভ বুদ্ধির উদয় হবে। আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও অব্যাহত থাকবে।”
সরকারি উপদেষ্টারা মনে করেন, সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকবে এবং অর্থনৈতিক কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।