নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় হত্যা মামলাটি দায়ের করেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাত সোয়া ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের গলিতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে মুসাব্বিরকে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্ত। মুসাব্বিরকে দেখামাত্র তারা বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করলে তার ফোন পড়ে যায়। শুটাররা সেই ফোন নিয়েই পালিয়ে যায়।
এ সময় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, অন্ধকার গলিতে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে পেছন থেকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
আর আহত আবু সুফিয়ান মাসুদকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে।’