আন্তর্জাতিক ডেস্ক : সামরিক সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির তদন্তে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধানকে আটক করেছে কর্তৃপক্ষ। তার দুই স্ত্রীসহ মোট পাঁচজনকে বুধবার আটক করা হয়েছে।
দেশটির দুর্নীতি দমন সংস্থা ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একটি সামরিক ক্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে এ তদন্ত চলছে। কুয়ালালামপুর থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।
গত বছরের শেষ দিকে মামলায় জড়িত একাধিক প্রতিষ্ঠানে অভিযান চালায় কর্তৃপক্ষ। একই সঙ্গে এক অজ্ঞাত সন্দেহভাজন ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ছয়টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন ঘিরেই তদন্ত চলছে।
মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (এমএসিসি) বুধবার রাতে এক বিবৃতিতে একাধিক আটকের কথা জানায়। তবে কমিশন তাদের নাম প্রকাশ করেনি। স্থানীয় গণমাধ্যমে এমএসিসি প্রধান কমিশনার আজম বাকির উদ্ধৃতি দিয়ে বলা হয়, সাবেক সেনাপ্রধান মুহাম্মদ হাফিজুদ্দেইন জানতানকে তার দুই স্ত্রীসহ আটক করা হয়েছে।
তদন্তের মুখে পড়ায় গত ডিসেম্বরের শেষ দিকে হাফিজুদ্দেইনকে ছুটিতে পাঠানো হয়েছিল। এমএসিসির তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে এক দম্পতিও রয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘সম্পূর্ণ স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত চালাতে এমএসিসি অঙ্গীকারবদ্ধ।’
আটকদের পরিচয় নিয়ে এএফপির প্রশ্নের জবাবে আজম তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। জাতীয় বার্তা সংস্থা বারনামা জানায়, তদন্তসংশ্লিষ্ট ২৪ লাখ রিঙ্গিত নগদ অর্থ সরানোর একটি চেষ্টা ব্যর্থ হয়েছে। দুর্নীতি দমন সংস্থা জানায়, যার পরিমাণ প্রায় পাঁচ লাখ ৯১ হাজার ডলার।
বুধবার এমএসিসি প্রধান আজমের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, মামলার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি ওই অর্থ অন্যত্র সরানোর চেষ্টা করলে তা জব্দ করা হয়।