শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে বিজিবি দিবস উপলক্ষ্যে প্রীতিভোজ অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি : বিজিবি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।

এছাড়াও জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ সামরিক, পুলিশ ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রীতিভোজের সূচনা উপলক্ষ্যে প্রধান অতিথি কেক কাটেন। একই সঙ্গে অধীনস্থ সকল বিওপিতেও অনুরূপ আয়োজন করা হয়।