নিজস্ব প্রতিবেদক : জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতারিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।
এই দুইজন ছাড়াও মামলায় আরও পাঁচজন আসামি রয়েছেন। তারা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এর আগে গত ৩০ ডিসেম্বর আসামিদের আদালতে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। নির্ধারিত দিনে আসামিরা হাজির না হওয়ায় তাদের পলাতক বিবেচনায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
গত ১৮ ডিসেম্বর এই সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই দিন সকালে ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও গাজী তামীম এ নিয়ে শুনানি করেন।
শুনানিতে সাত আসামির বিরুদ্ধে পৃথক অভিযোগ পড়ে শোনান তামীম। এর মধ্যে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়— নির্দেশ, প্ররোচনা ও উসকানি। বাকিদের বিরুদ্ধেও দায় তুলে ধরা হয়।
অভিযোগগুলো আমলে নিয়ে প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে সাত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।