বিশেষ প্রতিনিধি: শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর ভাসমান ও প্রান্তিক মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে ঢাকার ছিন্নমূল জনগোষ্ঠীর জন্য এই শীত ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে। এমন বাস্তবতায় মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’।
শনিবার (১১ জানুয়ারি) ঢাকার নিকুঞ্জ–২ এর জামতলা এলাকার জাহিদ ইকবাল চত্বর সংলগ্ন রাস্তায় ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এ সময় স্বেচ্ছাসেবকরা সরাসরি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক জাহিদ ইকবাল, স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (ডেভেলপমেন্ট) অ্যাডভোকেট তসলিম, তরুণ কবি ও সাংবাদিক তাসবির ইকবাল এবং সংগঠনের সদস্য লাবিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, “শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। মানবিক সহানুভূতি থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের কাছে সামান্য উষ্ণতা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের আরও বেশি করে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ ধরনের মানবিক উদ্যোগে উপকৃত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে, যা শীতের নির্মম বাস্তবতার মাঝেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।