শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যায় রেস্তোরাঁ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ফাতেমা আক্তার নামে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন রেস্তোরাঁ কর্মী মিলনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১২ জানুয়ারি) সকালে র‌্যাব এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। মা-বাবা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত সে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। তার বাবা সজীব মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই বাসায় তাদের রেস্তোরাঁর কর্মী মিলন প্রবেশ করেছে। পুলিশ জানায়, বাসায় লুটপাটের চেষ্টা চলাকালে মেয়েটি বাধা দিলে তাকে গলা কেটে হত্যা করা হয়।

খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। মেয়েটির বাবার রেস্তোরাঁর কর্মী ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ধর্ষণের আলামত রয়েছে কিনা তা পরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।