আদালত প্রতিবেদক : এক ব্যবসায়ীর করা হুমকি-ধমকির মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে শুনানি শেষে ঢাকা জেলা প্রশাসকের ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকারের আদালত এ আদেশ দেন।
এর আগে গত বছরের ১৬ নভেম্বর সন্ধ্যায় আত্মসমর্পণ করে জামিন নেন মেহজাবীন ও তার ভাই আলিশান। পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জবাব দাখিলের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। এদিন আসামিপক্ষের জবাব সন্তোষজনক হওয়ায় শুনানি শেষে তাদের অব্যাহতির আদেশ দেওয়া হয়।
বাদীর আইনজীবী রায়হান গাজী নয়ন বলেন, বাদীকে আর কোনো হুমকি-ধমকি না দেওয়ার শর্তে আদালতে মুচলেকা দিয়েছেন মেহজাবীন ও তার ভাই। আদালত মুচলেকা গ্রহণ করে তাদের অব্যাহতি দেন।
আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জানান, আদালত আসামিদের দেওয়া জবাব সন্তোষজনক মনে করায় অব্যাহতির আদেশ দিয়েছেন।
মামলার বাদী আমিরুল ইসলামের অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরী তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার কথা বলে নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী টাকা চাইলে কালক্ষেপণ করা হয়।
পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। ওইদিন সেখানে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরও কয়েকজন অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি দেন। বাদীকে বলা হয়, “এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না, সামনে দেখলে মেরে ফেলব।”
ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে তিনি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।