শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা যাচাই করতে চায় কিংবা যুদ্ধের পথে অগ্রসর হয়, তবে ইরান সে পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে। তবে ইরান যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

আরাগচি জানান, গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সময় ইরানের যে সামরিক প্রস্তুতি ছিল, বর্তমানে তা আরও বিস্তৃত ও শক্তিশালী। তিনি বলেন, “যদি ওয়াশিংটন আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, যেটি তারা আগেও পরীক্ষা করেছে, আমরা এর জন্য প্রস্তুত। আশা করি যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে।” একই সঙ্গে ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনতে চাইছে তাদের প্রতি সতর্কবার্তা দেন তিনি।

চলমান আন্দোলন প্রসঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনে প্রবেশ করেছে এবং তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে।

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত হয়। কয়েক দিনের মধ্যে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে। দিন দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকায় কার্যত দেশ অচল হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। ইরানের ইসলামি প্রজাতান্ত্রিক সরকার কঠোরভাবে আন্দোলন দমন করলে দেশটিতে সামরিক অভিযান চালানো হবে— এমন হুমকি একাধিকবার দিয়েছেন তিনি।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত রোববার দেশের অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তার সরকার জনগণের কথা শোনার জন্য প্রস্তুত।