আন্তর্জাতিক ডেস্ক : জাপানের কিশি রেলস্টেশনে নতুন স্টেশনমাস্টার হলেন এক বিশেষ সদস্য একটি বিড়াল! ইয়োনতামা নামের এই বিড়ালকে অফিসিয়ালি স্টেশনমাস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে। যা কিনা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ হিসেবে পরিগণিত হচ্ছে।
জাপানের কিনোকাওয়া শহরের কিশি রেলস্টেশনে অনুষ্ঠিত হয় ইয়োনতামার বরণ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি আধিকারিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিড়ালটিকে গলায় মেডেল ঝুলিয়ে এবং প্রশংসাপত্র প্রদান করে আনুষ্ঠানিকভাবে স্টেশনমাস্টার হিসেবে বহাল করা হয়। অনুষ্ঠানে ক্যামেরার ঝলকানি ছিল চোখে পড়ার মতো, যা ব্যাপক মিডিয়া কাভারেজ পেয়েছে।
কিশি লাইনে বিড়ালদের গুরুত্ব অনেক আগে থেকেই রয়েছে। ২০০৭ সালে প্রথম তামা নামের একটি বিড়ালকে স্টেশনমাস্টার করা হয়, যিনি যাত্রীদের সঙ্গে ছবি তুলে ও অভিবাদন জানিয়ে রেলস্টেশনের একটি বিশেষ আকর্ষণ হয়ে ওঠেন। এরপর তামার উত্তরসূরি হিসেবে নিটামা বেড়াল এই দায়িত্ব সামলেছেন। এবার নতুন বছরের শুরুতে ইয়োনতামা সেই ঐতিহ্যকে ধরে রেখেছে।
এই বিড়াল স্টেশনমাস্টারদের কারণে কিশি রেললাইনটি দেশি-বিদেশি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল হিসেবে পরিচিতি পেয়েছে। পর্যটকরা বিড়াল স্টেশনমাস্টারদের সঙ্গে ছবি তুলতে আসেন এবং তাদের অনন্য স্বাগত অভিজ্ঞতা উপভোগ করেন।
ইয়োনতামার এই নিয়োগের খবর দ্রুত বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা জাপানের এই ঐতিহ্যবাহী কিশি রেলস্টেশনের জন্য আরও বেশি পর্যটক আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।