বিনোদন ডেস্ক : দেশীয় শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছেন। মা হতে চলেছেন তিনি— এমন সুখবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়াঙ্কা জানান, তার জীবনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। মাতৃত্বের অনুভূতিকে তিনি জীবনের সবচেয়ে সুন্দর ও আবেগঘন অভিজ্ঞতার একটি হিসেবে বর্ণনা করেছেন। পরিবার ও ভক্তদের ভালোবাসা এবং দোয়ায় তিনি ভীষণভাবে আপ্লুত বলেও জানিয়েছেন।
এই আনন্দঘন মুহূর্তে ভবিষ্যৎ সন্তানের নামও আগেভাগেই ঠিক করে রেখেছেন প্রিয়াঙ্কা জামান। তিনি বলেন, ছেলে হলে নাম রাখবেন ‘আফফান বিন রাকিব’ এবং মেয়ে হলে নাম রাখবেন ‘মারিয়াম বিন্তে রাকিব’। নতুন অতিথিকে ঘিরে এখন তার দিন কাটছে অপেক্ষা, ভালোবাসা আর স্বপ্নে ভরা আবেগে।
প্রিয়াঙ্কা জামানের মা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিনোদন অঙ্গন ও ভক্তদের মাঝে বইছে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে নারায়ণগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। বিয়ের দুমাস না যেতেই এবার দিলেন মাতৃত্বের সুখবর।