শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

গুঞ্জনের অবসান, জেফার-রাফসান আজ বিবাহবন্ধনে

কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচিত ছিল। নানা কানাঘুষার অবসান ঘটিয়ে অবশেষে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

বুধবার (১৪ জানুয়ারি) বহুল আলোচিত এই সম্পর্ক আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরে জেফার-রাফসানের ঘনিষ্ঠজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গেছে।

রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় প্রায় বছরখানেক আগে। রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি আলোচনায় আসে। এরপর বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেশে ও দেশের বাইরে ঘুরতে দেখা যায়।

জেফার ও রাফসানের দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই একে অপরকে জানাশোনা। সেই জানাশোনা থেকেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।