শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

অনন্যাকে ঘিরে আলিয়াকে সুযোগসন্ধানী বলে কটাক্ষ

বিনোদন ডেস্ক : বলিউড তারকা অনন্যা পান্ডের প্রতিটি কাজ নিয়ে নেটিজেনদের সমালোচনা নতুন কিছু নয়। তবে এবার ব্যতিক্রম ঘটেছে আলিয়া ভাটের সঙ্গে তাঁর কথার লড়াইকে ঘিরে। আলিয়া নয়, বরং নেটিজেনদের একাংশ অনন্যার পক্ষ নিয়েছেন। শুধু তাই নয়, আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে কটাক্ষ করতেও দ্বিধা করেননি তারা। বিতর্কের সূত্রপাত একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে ঘিরে।

সম্প্রতি ‘হক’ সিনেমার জন্য ইয়ামি গৌতমের ভূয়সী প্রশংসা করে নিজেকে তাঁর ‘ফ্যান’ বলে দাবি করেন আলিয়া ভাট। নেটিজেনদের ধারণা, পরিচালক আদিত্য ধরের সিনেমায় কাজ পাওয়ার উদ্দেশ্যেই তাঁর স্ত্রী ইয়ামিকে প্রশংসায় ভাসাচ্ছেন আলিয়া। অথচ অভিনেতা রণবীর সিং তাঁর ঘনিষ্ঠ বন্ধু হলেও সিনেমা মুক্তির আগে-পরে কোনো শুভেচ্ছা জানাননি তিনি। এ নিয়ে মুখ না খোলায় নানা প্রশ্ন ওঠে। সে সময়ে শোনা যায়, আলিয়ার সৎভাই রাহুল ভাটের সঙ্গে ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির যোগাযোগ ছিল, তাই ‘ধুরন্ধর’ নিয়ে কোনো পোস্ট করেননি তিনি।

কিন্তু আদিত্য পরিচালিত সিনেমা হাজার কোটির গণ্ডি পেরোতে না পেরুতেই আলিয়ার তরফে শুভেচ্ছা বার্তা আসে। নিন্দুকদের দাবি, আদিত্য ধরের সিনেমায় কাজ পাওয়ার জন্যই এখন ‘ধুরন্ধর’-এর স্তুতি করছেন আলিয়া এবং তাঁর স্ত্রী ইয়ামির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সেই প্রেক্ষিতেই আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে তুলোধনা করা একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে লাইক দিয়ে সায় দেন অনন্যা পান্ডেও। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে টিনসেল টাউন।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আলিয়ার সঙ্গে মাসখানেক ধরেই অনন্যা পান্ডের সম্পর্ক ভালো যাচ্ছে না। ফিল্মফেয়ার ওটিটি ২০২৫-এর অনুষ্ঠানে অনন্যাকে দেখে না চেনার ভান করেছিলেন আলিয়া। সেই রাগ থেকেই কি আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে তোপ দাগা পোস্টে লাইক দিয়েছেন অনন্যা পান্ডে—এমন প্রশ্ন উঠছে। তবে এবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে অনন্যা নয়, বরং আলিয়া ভাটকেই ঘিরে নেটিজেনরা সরব হয়েছেন।