শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

লাংকাউইয়ে ছুটিতে পরী, সন্তানদের সঙ্গেই আনন্দ

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি বর্তমানে অবস্থান করছেন মালয়েশিয়ায়। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে গেলেও অনুষ্ঠান শেষে এখন তিনি সময় কাটাচ্ছেন সন্তানদের নিয়ে মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে।

লাংকাউইয়ের নীল সমুদ্র, খোলা আকাশ ও সবুজ প্রকৃতির মাঝে সন্তানদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরী। গতকাল বুধবার তিনি একগুচ্ছ ছবি পোস্ট করেন। ছবিগুলোতে মালয়েশিয়ার মনোমুগ্ধকর প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে দেখা যায় তাকে। ক্যাপশনে মজার ছলে লিখেছেন, ‘শীত নেই। কেন শীত নেই।’

রোদেলা আবহাওয়া, নিরিবিলি দ্বীপের পরিবেশ ও সন্তানদের সান্নিধ্যে পরীমণির সময় যে আনন্দময় কাটছে, তা তার শেয়ার করা ছবিগুলোতেই স্পষ্ট। মন্তব্যের ঘরে ভক্তরাও অভিনেত্রীর এ সুখী মুহূর্তগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে থেমে থাকা চলচ্চিত্র প্রীতিলতা দিয়ে আবার ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন পরীমণি। ২০২০ সালে কয়েক দিনের শুটিং শেষে নানা কারণে আটকে যাওয়া সিনেমাটির কাজ পুনরায় শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে, চট্টগ্রামে বাকি অংশের চিত্রায়ণ সম্পন্ন করা হবে।

সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, পরীমণির সঙ্গে বৈঠকের মাধ্যমে শুটিংয়ের সময়সূচি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ২০২১ সালে প্রীতিলতার ফার্স্ট লুক প্রকাশের পর প্রীতিলতার চরিত্রে পরীমণির উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। এবার সেই অসম্পূর্ণ কাজ শেষ করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

শুটিং শেষ হলেই দ্রুত সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করা হবে বলে নির্মাতা জানিয়েছেন।