শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

গাজায় ট্রাম্পের শান্তি পর্ষদে কারা থাকছেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে ঘোষিত ২০ দফা পরিকল্পনা বাস্তবায়ন ও তদারকির জন্য গঠন করেছেন তথাকথিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ। এই পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই।

হোয়াইট হাউস শুক্রবার জানায়, বোর্ডটির প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্যদের মধ্যে থাকছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তাঁর সঙ্গে থাকবেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

বোর্ডের অন্য সদস্যরা হলেন অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, সদস্যরা গাজার স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য শাসনব্যবস্থা শক্তিশালী করা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বড় পরিসরের অর্থায়ন এবং পুঁজি সংগ্রহের মতো খাত তদারকি করবেন।

বিবৃতিতে আরও জানানো হয়, বুলগেরিয়ার কূটনীতিক ও জাতিসংঘের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা নিকোলাই ম্লাদেনভ গাজার উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি গাজার শাসনব্যবস্থা ও জনসেবা খাতকে সহায়তার লক্ষ্যে গঠিত ‘গাজা এক্সিকিউটিভ বোর্ডে’ টনি ব্লেয়ার, জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সঙ্গে থাকছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারের কূটনীতিক আলি আল থাওয়াদি এবং আরও কয়েকজন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের মেজর জেনারেল জ্যাসপার জেফার্সকে গাজার জন্য গঠিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নিরাপত্তা অভিযান পরিচালনা, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ‘সম্পূর্ণ নিরস্ত্রীকরণ’ কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

যদিও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে হামাসকে অস্ত্র সমর্পণের বিষয়ে ইসরায়েলের দাবিকে সমর্থন করে আসছে, ফিলিস্তিনি এই গোষ্ঠী জানিয়েছে—এমন পদক্ষেপের আগে তারা নিশ্চয়তা চায়। বোর্ড অব পিসের নির্বাহী বোর্ডের গঠন নিয়ে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কদিন আগেই স্টিভ উইটকফ গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নেওয়া পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধে ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।