শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, মাছ লুটে ব্যস্ত মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারের সীতামড়ি জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (১৩)।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে কোচিং ক্লাসে যাওয়ার পথে দ্রুতগামী একটি পিকআপ ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর রিতেশের পরিবার ঘটনাস্থলে এসে জানতে পারে যে তাদের ছেলে আর বেঁচে নেই। পিকআপ ট্রাকটিতে প্রচুর মাছ ছিল। দুর্ঘটনার পর মাছগুলো রাস্তার ওপর ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন দুর্ঘটনার দিকে নজর না দিয়ে মাছ লুট করতে ব্যস্ত হয়ে পড়ে। কেউ রিতেশকে সাহায্য করতে বা অ্যাম্বুল্যান্স ডাকতে এগিয়ে আসেনি।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা রিতেশের লাশ উদ্ধার করে মরদেহ পরীক্ষার জন্য পাঠায়। সেই সঙ্গে দুর্ঘটনাকারী পিকআপ ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

নিহত শিশুর পরিবার শোকে ভেঙে পড়েছে। স্থানীয়রা এই অমানবিক আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।