নিজস্ব প্রতিবেদক : আসন্ন গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে তাঁর ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডল থেকে এ প্রচারণামূলক ফটোকার্ড প্রকাশ করা হয়।
ফটোকার্ডে লেখা ছিল- “গণভোট ২০২৬: দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’তে সিল দিন।” প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ফটোকার্ড শেয়ার কার্যক্রম চলছে এবং তা রবিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত অব্যাহত থাকবে।
এদিকে অন্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। সরকারিভাবেও ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটকে ঘিরে প্রচারণায় সক্রিয় রয়েছেন।