বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল সম্প্রতি ভবঘুরে বাস্তুহারা এক পাগলির চরিত্রে অভিনয় করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) তিনি সেই বেশে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। অভিনেতা ফারহান আহমেদ জোভানও ভিডিওটি তার ফেসবুক দেয়ালে শেয়ার দেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
পরে দেখা যায়, পথশিশুদের সঙ্গে একই বেশে ছবি পোস্ট করেন কেয়া পায়েল। মজার ক্যাপশন দেওয়া সেই ছবিও ভাইরাল হয়। এবার আরও একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে ময়লা পোশাকে পাগল নারীর চরিত্রে ধরা দিয়েছেন কেয়া। তবে ক্যাপশনটি ছিল ব্যতিক্রমী, যা নেটিজেনদের দৃষ্টি কেড়েছে এবং ছবিটি দ্রুত ভাইরাল হয়েছে।
ছবির ক্যাপশনে কেয়া লিখেছেন, ‘ভাই এই ছবি টা reach করলে facebook থেইকা ৪০৫ dollar দিবো কইছে।’ এই অনন্য ক্যাপশন এবং ফারহানের স্ট্যাটাস মিলিয়ে নেটিজেনদের মধ্যে হাসি ও বিনোদনের ঝড় তুলেছে।
ছবি পোস্ট করার মাত্র দুই ঘণ্টায় ছবিটিতে ৮৮ হাজারেরও বেশি রিয়েক্ট পড়েছে এবং মন্তব্য করেছেন দেড় হাজারেরও বেশি অনুরাগী। বোঝাই যাচ্ছে, কেয়ার মজাভরা ক্যাপশন সবার মনে আনন্দ ছড়িয়েছে।
জানা গেছে, এটি মূলত একটি নাটকের প্রচারণা। এতে জোভান ও কেয়া পায়েল অভিনয় করেছেন জুটি হয়ে। নাটকে কেয়াকে দেখা যাবে ভবঘুরে পাগল মেয়ের চরিত্রে। তবে কবে এবং কোথায় নাটকটি প্রচার হবে সে বিষয়ে এখনো কিছু জানাননি দুই তারকা।