শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

অর্থনীতি রিপোর্ট : বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে রেকর্ড দামে পৌঁছেছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা নির্ধারণ করেছে।

নতুন এই দাম বুধবার (২১ জানুয়ারি) থেকে কার্যকর হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে স্বর্ণের সঙ্গে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা।

বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ৬ শতাংশ মজুরি যোগ হবে।