বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার সকালে রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডের নির্বাচনী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
তিনি তারেক রহমানের সিলেট সফরের পূর্ণাঙ্গ সময়সূচি তুলে ধরেন। এ সময় এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, সিলেট সফরের পর বিএনপি চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের পরিকল্পনা রয়েছে। তবে সেটি সিলেট থেকে ফেরার পর বিস্তারিত জানানো হবে।
বিদ্রোহী প্রার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, আলাপ-আলোচনার পরেও যদি কেউ নির্বাচনের মাঠে থেকে যান, তাহলে তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সূচি অনুযায়ী, আজ রাত ৮টা ১৫ মিনিটে তারেক রহমান বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল সকালে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে অংশ নেবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে জনসভায় যোগ দেবেন।
বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে সমাবেশে যোগ দেওয়ার পর বিকেল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জনসভায় অংশ নেবেন তিনি। একই দিন সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্ক সংলগ্ন জনসভায় যোগ দেওয়ার পর রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এরপর গভীর রাতে গুলশানস্থ নিজ বাসভবনে ফিরবেন।
সিলেট সফরে তারেক রহমানের সফরসঙ্গী হবেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কয়েকজন তরুণ নেতা।
এদিকে আজ রাত ১২টা ১ মিনিটে— অর্থাৎ ২২ জানুয়ারির সূচনালগ্নে বিএনপির নির্বাচনী থিম সং উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। তিনি বিশ্বাস প্রকাশ করেন, যদি সত্যিকার অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় এবং জনগণের ভোটাধিকার মূল্যায়িত হয়, তবে বিএনপি সরকার গঠন করবে।
বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা কমিটি এখনো তাদের সঙ্গে আলোচনা করছে। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে, তবুও শীর্ষ পর্যায় থেকে আলাপ-আলোচনা চলবে। তারপরও যদি কেউ নির্বাচনী মাঠে থাকেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।