শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

এনসিপির নির্বাচন পরিচালনায় মুখ্য সমন্বয়ক তারিকুল

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সুসংহত করার লক্ষ্যে নির্বাহী কাউন্সিল সদস্য এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে কমিটির মুখ্য সমন্বয়কারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি হিসেবে মনিরা শারমিন এবং মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। এ ছাড়া এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দও এই কমিটিতে কাজ করবেন।

তারিকুল ইসলামকে মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রাপ্তিতে জাতীয় যুবশক্তির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে আসন্ন নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও সামগ্রিক নির্বাচন ব্যবস্থাপনার সমন্বয় সাধনের দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে যুবশক্তির পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।