শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

ফেনী-৩ আসনে জামায়াত প্রার্থীর ওয়েবসাইট উদ্বোধন

ফেনী প্রতিনিধি : ফেনী-৩ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দীন মানিকের নির্বাচনী ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে ফেনীস্থ দারুল ইসলাম সোসাইটি মিলনায়তনে এ ওয়েবসাইটের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং ঢাকার মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দীন মানিক, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী–১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিনসহ অন্যান্য দায়িত্বশীলরা।

এ বিষয়ে জানতে চাইলে ডা. ফখরুদ্দীন মানিক বলেন, “এখন থেকে আমাদের নির্বাচনী প্রচার কার্যক্রমে ছবি, ভিডিওসহ সবকিছু উক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।”