বিনোদন ডেস্ক : বলিউডে শুটিং শিফটের সময়সীমা মেনে চলার দাবি নিয়ে যখন আলোচনা চলছে, তখনও ‘কল টাইমে’র তোয়াক্কা না করা তারকার সংখ্যা কমছে না। এবার এ তালিকায় যুক্ত হলো অভিনেতা শাহিদ কাপুর ও অভিনেত্রী তৃপ্তি দিমরি।
বুধবার (২১ জানুয়ারি) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ‘ও রোমিও’ সিনেমার ট্রেলার লঞ্চ। অনুষ্ঠানে নির্ধারিত সময়ের মধ্যে কলাকুশলীসহ পুরো টিম উপস্থিত হলেও নায়ক-নায়িকা শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি তখনও আসেননি। এদিকে দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয় প্রবীণ অভিনেতা নানা পাটেকরকে।
বলিপাড়ায় নানা পাটেকরের মেজাজ সম্পর্কে অনেকেই অবগত। শাহিদ-তৃপ্তির দেরি নিয়েই তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। সেই মুহূর্তের ভিডিও ছবিশিকারিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নানা পাটেকর বারবার হাতঘড়ির দিকে ইশারা করছেন এবং শেষে ক্ষোভে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।
বাকবিতণ্ডার সময় নানা পাটেকরকে প্রশ্ন ছুড়তে শোনা যায়—সেলিব্রেটি বলেই কি এত দেরি? তাঁর এই আচরণই বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
যদিও পরিচালক বিশাল ভরদ্বাজ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, “ক্লাসে প্রায়ই এমন একজন বখাটে থাকে, যে অন্যদের বিরক্ত করলেও আনন্দও দেয়। তবু সবাই তার আশপাশেই থাকতে চায়। নানা পাটেকর সে রকমই একজন। আমাদের বন্ধুত্ব ২৭ বছরের পুরোনো, তবে এবারই প্রথম একসঙ্গে কাজ করছি।”
প্রবীণ অভিনেতাকে নিয়ে রসিকতা করে বিশাল ভরদ্বাজ আরও বলেন, “নানা পাটেকর এখানে থাকলে মজা হতো। আমাকে এক ঘণ্টা অপেক্ষা করিয়েছে, আমি চলে যাচ্ছি। আমরা কিছু বলছি না। কারণ এটাই ওকে আজ নানা পাটেকর বানিয়েছে।”