শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

দীঘির গায়ে জুস, ওয়েটারের চাকরি হারানোর গুঞ্জন

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সম্প্রতি জনপ্রিয় রেস্তোরাঁ ‘কাচ্চি ডাইন’-এর একটি শাখা উদ্বোধনে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন। আলোচিত এ অভিনেত্রীকে ঘিরে সেই ঘটনার জের ধরে রেস্তোরাঁর এক ওয়েটারের চাকরি হারানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দীঘি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় একজন ওয়েটার পানীয় পরিবেশন করতে আসেন। এ সময় তিনটি জুসের গ্লাসের মধ্যে একটি হঠাৎ ভারসাম্য হারিয়ে দীঘির গায়ে পড়ে যায়। আকস্মিক ঘটনায় তিনি কিছুটা বিচলিত হলেও দ্রুত নিজেকে সামলে নেন।

ওই ওয়েটারকে তখন ভীত ও দুঃখ প্রকাশ করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে রেস্তোরাঁর অন্য কর্মীরা এসে দীঘির পোশাক ও হাত পরিষ্কার করে দেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একটি অংশ দাবি করে, দীঘির গায়ে জুস পড়ার ঘটনায় ওয়েটারকে চাকরিচ্যুত করা হয়েছে। এক নেটিজেন জানান, আমন্ত্রিত তারকার সঙ্গে এমন আচরণে রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে তাকে ছাঁটাই করেছে।

এ বিষয়ে একটি গণমাধ্যম সংশ্লিষ্ট রেস্তোরাঁয় যোগাযোগ করলে দায়িত্বরত এক কর্মকর্তা প্রসঙ্গটি এড়িয়ে ফোন কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করেও আর যোগাযোগ সম্ভব হয়নি। তবে ‘কাচ্চি ডাইন’-এর প্রধান কার্যালয় এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে।

প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের কর্মকর্তা সৈয়দ তানভীর নীল চাকরিচ্যুতির গুঞ্জন নাকচ করে বলেন, “এ দাবি সম্পূর্ণ মিথ্যা। সংশ্লিষ্ট কর্মী আমাদের সঙ্গেই আছেন এবং নিয়মিত কাজ করছেন। এটি একটি দুর্ঘটনা ছিল, যা অনিচ্ছাকৃত।”

তিনি আরও বলেন, “ভুলবশত হওয়া এমন ঘটনায় কারও চাকরি যেতে পারে না। অফিশিয়ালি কিছুটা জবাবদিহি করতে হলেও এর বেশি কিছু হয়নি। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অভিনেত্রীর কাছেও দুঃখ প্রকাশ করেছি।”

এ বিষয়ে দীঘির অবস্থান জানতে তার ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সব মিলিয়ে রেস্তোরাঁর সংশ্লিষ্ট শাখার নীরবতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যের কারণে গুঞ্জনটি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।