শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

শাহরুখের নতুন সিনেমা ‘কিং’ আসছে বড়দিনে

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। বহুদিন ধরে আলোচনায় থাকা তার নতুন সিনেমা ‘কিং’-এর মুক্তির তারিখ অবশেষে ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) প্রকাশিত নতুন ঝলকে শাহরুখ নিজেই জানান, ২০২৬ সালের বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

ঝলকে দেখা যায়, তুষারাবৃত পাহাড়ের ওপর রক্তাক্ত লুকে এক বিধ্বংসী অবতারে হাজির হয়েছেন শাহরুখ। সেখানে তাকে গর্জন করে বলতে শোনা যায়, “গর্জনের সময় এসে গেছে।” টিজারে আরও লেখা ছিল, “বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে।” এই ভিডিওতে শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজের প্রতিফলন দর্শকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে শাহরুখ অভিনীত ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়েছিলেন। প্রায় তিন বছরের বিরতি কাটিয়ে শাহরুখ ফিরছেন এই সিনেমার মাধ্যমে। ২০২৩ সালে তিনি ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’—এই তিনটি ব্লকবাস্টার উপহার দেওয়ার পর আর কোনো নতুন ছবিতে দেখা যায়নি।

‘কিং’-এর বিশেষ আকর্ষণ হলো, এতে প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। পাশাপাশি খলনায়কের চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন এবং শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। বড়দিনকে কেন্দ্র করে মুক্তির তারিখ নির্ধারণ করায় সিনেমাটি বক্স অফিসে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।