শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের ঘোষণা : এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ

ফেনী প্রতিনিধি : বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান-চট্টগ্রাম ডিভিশন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশ নেন। তরুণদের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি বিষয়ে মতামত শুনতেই এই আয়োজন করা হয় বলে জানিয়েছে বিএনপি।

এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, স্বাস্থ্যখাতে রোগ প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এজন্য সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। তাদের বেসিক হেলথ ট্রেনিং দেওয়া থাকবে এবং তারা গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াবেন। প্রতিটি গ্রামে একজন কিংবা দুইজন হেলথ কেয়ারার অ্যাসাইন করা হবে। স্থানীয়দের মধ্য থেকেই নিয়োগ দেওয়া হবে যাতে আবেগ ও বিশ্বাসের সম্পর্ক কাজে লাগানো যায়। তারা বিভিন্ন রোগ প্রতিরোধ, জীবনযাপনে নিয়ম-শৃঙ্খলা এবং স্বাস্থ্যসচেতনতা বিষয়ে মানুষকে অবহিত করবেন।

তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৮০-৮৫ শতাংশ নারী থাকবেন। কারণ নারীরাই বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে সহজে বোঝাতে সক্ষম। এতে ধীরে ধীরে গ্রামে গ্রামে স্বাস্থ্যসুবিধা পৌঁছে যাবে।

এদিকে, নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তার চট্টগ্রামে আগমনকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।