শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

ছুটির মেজাজে থাইল্যান্ডে ভাবনার রঙিন উপস্থিতি

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি লাইফস্টাইল ও সমসাময়িক বিষয় নিয়ে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবার থাইল্যান্ড থেকে প্রকাশ করা একগুচ্ছ ছবি নিয়ে আবারও নেটিজেনদের নজর কাড়লেন তিনি। বর্তমানে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন নগরী পাতায়ায় অবস্থান করছেন ভাবনা। সেখানকার সমুদ্রসৈকত থেকে তোলা বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এই তারকা।

প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাক ও সানগ্লাসে ধরা দিয়েছেন ভাবনা, যেখানে ফুটে উঠেছে তার এক ‘স্টানিং লুক’। সমুদ্রের নীল জলরাশিকে পেছনে রেখে বারান্দার সোফায় হেলান দিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। কখনো আনমনে তাকিয়ে, আবার কখনো মৃদু হাসিতে নিজেকে মেলে ধরেছেন। ছবির ক্যাপশনে ভাবনা লিখেছেন, “সবকিছু বুঝতে পারা মানেই হলো ক্ষমা করে দেওয়া।”—যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ক্যারিয়ারের শুরুতে ‘নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজে পা রাখেন আশনা হাবিব ভাবনা। এরপর ছোট পর্দায় অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।