শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

মুক্তবাণী রিপোর্ট : স্ত্রী-সন্তানের মৃত্যুর চার দিন পর যশোর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম।- সূত্র: বিবিসি বাংলা।

বুধবার জামিনের আদেশ আসার পরে বেলা দুইটার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিনিয়র জেল সুপারের পদে থাকা মো. আসিফ উদ্দীন।

গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী-সন্তানের মৃত্যু চলতি সপ্তাহে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলো। কারণ প্যারোলে মুক্তি না পাওয়ায় জুয়েল হাসান সাদ্দামের মৃত স্ত্রী ও সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়। সেখানে মাত্র পাঁচ মিনিটের জন্য তাকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।

তার সন্তানের বয়স ছিল মাত্র নয় মাস এবং সন্তান জন্মের পর ওইবারই সর্প্রবথম সন্তানের মুখ দেখেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিনের মধ্যেই গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম।