ফেনীর পরশুরামে মেয়ের ছোড়া গরম তেলে ঝলসে যাওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত ফাতেমা আক্তার নিহাকে (১৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) রাতে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এদিন দুপুরে দগ্ধ মো. নূর নবী বাদী হয়ে চারজনকে আসামি করে পরশুরাম মডেল থানায় একটি মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- নিহার নানা ও ভুক্তভোগীর সাবেক স্ত্রীর বাবা পৌরসভার দক্ষিণ কোলাপাড়া এলাকার মনির আহম্মদ (৬০), তার ছেলে মো. জাবেদ (৩০) ও ভুক্তভোগীর ভাই বাঁশপদুয়া এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৩৯)। তাদের মধ্যে মো. জাবেদকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৬ ফেব্রুয়ারি নূর নবীর বাড়িতে গিয়ে নিজেদের পল্লী বিদ্যুতের লোক দাবি করে দরজা খুলতে বলেন হেলমেট পরা দুই যুবক। তখন ভেতর থেকে শিশুরা দরজা খুলে দিলে তারা (দুই যুবক) ঘরের ভেতরে ঢুকে শিশু লামিয়াকে (৭) স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করে। এ সময় বড় বোন ফাতেমা আক্তার নিহা পালিয়ে গিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। গত কয়েক দিন আগে এ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী নিহাকে কে বা কারা বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। পরবর্তী বিষয়টি নিয়ে নিহার কাছে তার বাবা জানতে চাইলে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। সর্বশেষ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার বাবাকে গরম তেলে ঝলসে দেয় নিহা। পরে দুই দিন ধরে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর নিহার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ও মো. জাবেদকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার আরেক আসামি আব্দুর রহিম বলেন, এ ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। আমাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে। মূলত লামিয়া হত্যাকাণ্ড ধামাচাপা দিতে এমনটি করা হয়েছে।
এ ব্যাপারে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ভুক্তভোগীর মেয়ে নিহার স্বীকারোক্তি অনুযায়ী তার বাবা একটি মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার জাবেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নিহাকে গাজীপুর সংশোধনাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা… Read more: ‘গেরিলা প্রশিক্ষণের’ দায় স্বীকার করে মেজর সাদিকের স্ত্রীর জবানবন্দি
নিজস্ব প্রতিবেদক : চব্বিশের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, সমীকরণ এখনও শেষ হয়নি। যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে তারা ভুল পথে হাটছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলনে’ এমন মন্তব্য করেন তিনি। অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে… Read more: ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয়: নাহিদ
নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে ৩১৮ টি দেশীয় সংস্থা। মঙ্গলবার (১২ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষণে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ আগস্ট বিকেল ৫টা। নির্ধারিত সময়ের মধ্যে ৩১৮টি আবেদন জমা পড়ে। এছাড়া সময় শেষ… Read more: নির্বাচন পর্যবেক্ষণে অনুমতি চায় ৩১৮ সংস্থা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিচার বিভাগের উন্নয়নে প্রধান বিচারপতি গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত এসওয়াই ইউসেফ রামাদান। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রশংসা করেন। এ সময় পারস্পারিক কুশলাদি বিনিময় করেন তারা। এদিন সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের… Read more: প্রধান বিচারপতির বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত
কিশোরগঞ্জ প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি আজ সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা শত শত কোটি টাকার সাদা পাথর লুট করে নিয়ে যাচ্ছে। তারা চাঁদাবাজি ও লুটপাটের রাজত্ব কায়েম করতে কেবল যেনতেন নির্বাচন চাচ্ছে। তারা দেশে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা চাপাতে চায়। চাঁদা তুললে পুরস্কার,… Read more: সত্য কথা বলার কারণে সারজিসের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে : মুফতি ফয়জুল করীম
প্রসঙ্গত, শিশু লামিয়া হত্যার পরিকল্পনার অভিযোগে নিহতের মা আয়েশা আক্তারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েক মাস কারাভোগের পর বর্তমানে তিনি জামিনে রয়েছেন। গত বছরের ১৫ মার্চ এ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী লামিয়ার বড় বোন ফাতেমা আক্তার নিহার বর্ণনা অনুযায়ী হত্যাকারীদের ছবি (স্কেচ) এঁকে নিয়েছিল পুলিশ। তবুও পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি।
তারেক চৌধুরী/এমজেইউ
‘গেরিলা প্রশিক্ষণের’ দায় স্বীকার করে মেজর সাদিকের স্ত্রীর জবানবন্দি
ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয়: নাহিদ
নির্বাচন পর্যবেক্ষণে অনুমতি চায় ৩১৮ সংস্থা
প্রধান বিচারপতির বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত