 
  
																
টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে সালিস বৈঠকে প্রতিপক্ষকে ছুরি মারতে যাওয়া বন্ধুকে বাধা দিতে গিয়ে এক যুবক ছুরিকাঘাতে নিহতের ঘটনায় হত্যাকারীকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়নের(র্যাব) সদস্যরা।
মৃত ওই যুবকের নাম আরিফুল ইসলাম(৩০)।আরিফুলকে হত্যার ঘটনায় বন্ধু ওমর ফারুককে(৩২) গ্রেফতার করেছে র্যাব।
এ সময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন ও টাকা জব্দ করা করা হয়।
শুক্রবার সন্ধ্যায় র্যাব ১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার বিকেলে আরিফুল ইসলাম টঙ্গীর গোপালপুর এলাকায় বন্ধু ওমর ফারুকের সঙ্গে তাঁর পারিবারিক কলহ সমাধান করতে একটি সালিসে যোগ দেন। সেখানে একপর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ওমর। পরে তিনি ছুরি দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করতে গেলে আরিফুল বাধা দিতে গিয়ে ছুরিকাহত হন।
আশপাশের লোকজন পরে আরিফুলকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। পরদিন সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ঘটনার পর বন্ধু ওমর ফারুক পলাতক ছিলেন।
শুক্রবার বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ওমর ফারুককে গ্রেফতার করা হয়।
এর আগে গত বুধবার নিহতের বড় ভাই বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এরপর পুলিশের পাশাপাশি র্যাবও ওমর ফারুককে গ্রেফতারে বিভিন্ন জায়গা অভিযান চালায়। গ্রেফতার হওয়া ওমর ফারুক টঙ্গীর পাগাড় এলাকার আবুল কাশেমের ছেলে।
আজ শনিবার টঙ্গী পূর্ব থানায পুলিশে ওমর ফারুককে হস্তান্তর করে র্যাব।
জেএইচ