বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯ সফর, ১৪৪৭ হিজরি

ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের হামলা, বন্ধ বিমান চলাচল

আন্তর্জাতিক ডেস্ক :

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সবচেয়ে ব্যস্ত বেন গুরিয়ন বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছে। হামলার দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী। হামলার ফলে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রোববার (৪ মে) সকালে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করে যে, তারা বেশ কয়েকবার চেষ্টা করেও ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে পারেনি। হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা।

হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, ‘বেন গুরিয়ন বিমানবন্দর আর নিরাপদ নয়।’ সব এয়ারলাইন্সকে সতর্ক করেন তিনি। হামলার পর কিছু সময়ের জন্য বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়, বিমানবন্দরের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং রেল চলাচলও স্থগিত রাখা হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে আমাদের আক্রমণ করবে, আমরা তার সাতগুণ প্রতিশোধ নেব।’

হুতি গোষ্ঠীর এই হামলা এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র নিয়মিত ইয়েমেনে বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে। হুতি-নিয়ন্ত্রিত মিডিয়া জানায়, রোববার (৪ মে) ভোরে মার্কিন যুদ্ধবিমান ইয়েমেনের আল-জাওফ ও মারিব প্রদেশে অন্তত ১৩টি হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।

ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত ১৮ মাসে অন্তত ৫২ হাজার ৪৯৫ জন নিহত হয়েছে এবং ২ মার্চ থেকে আরোপিত সম্পূর্ণ অবরোধে অন্তত ৫৭ জন না খেয়ে মারা গেছেন।