 
  
																
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের মাশহাদে আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণটি মাশহাদ শহরের একটি মোটরসাইকেল কারখানায় ঘটে এবং এরপর সেখানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। রোববার এই ঘটনা ঘটে। আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান চলছে।
মাশহাদ ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন, একটি ৪ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত টায়ার ও কার্ডবোর্ডের গুদাম সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে।
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে আগুনের বিশালতা ও ধোঁয়ার কুন্ডলী স্পষ্টভাবে দেখা গেছে।
এর আগে, গত ২৬ এপ্রিল বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ।
এর চারদিন পর ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানের একটি গুদামে বিস্ফোরণ ঘটেছে। এতে একজন নিহত এবং দুই জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।