সোমবার, ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৭ হিজরি

নির্বাচনে যে ২টি আসনে প্রার্থী হবেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনি তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের মানুষের আগ্রহের বিষয় বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা কোন আসনে নির্বাচন করবেন এবং কয়টি আসনে প্রার্থী হবেন।

জুলাই বিপ্লবের পর গঠিত সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানী ঢাকার দুটি আসন থেকে নির্বাচন করবেন। আসন দুটি হচ্ছে ঢাকা-৯ (সবুজবাগ-মতিঝিল) ও ঢাকা-১১ (বাড্ডা-রামপুরা)।

দলটির একাধিক সূত্র জানায়, রামপুরার বনশ্রী এলাকায় তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন। এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকায় এ আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। জুলাই গণঅভ্যুত্থানে নাহিদ ইসলামের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আন্দোলনের কঠিন সময়ে তার ওপর প্রচণ্ড নির্যাতন হয়েছে। তাকে আয়নাঘরে নেওয়া হয়েছে। মৃত্যুঝুঁকি সত্ত্বেও তিনি সবাইকে নিয়ে আন্দোলন সফল করেছেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালাতে বাধ্য হন। এরপর সরকার গঠন হলে তিনি তথ্য ও সম্প্রচার এবং টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা হন। রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেওয়ার অনুরোধ এলে তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে এ মুহূর্তে ব্যস্ত আছি। নির্বাচনি প্রক্রিয়া শুরু হলে ঢাকা-৯ ও ঢাকা-১১ আসনে গণসংযোগে মনোযোগ দেব।