শনিবার, ৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৯ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুলাই বিপ্লবীদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে: সেলিম

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবীদের স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য তাদের রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, জুলাই বিপ্লবকে স্মরণীয় ও অর্থবহ করতে দেশে সর্বাধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করে জুলাই শহীদদের পরিবার ও আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-১৫ আসনের কাফরুল অঞ্চলের স্থানীয় একটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। তাই ফ্যাসীবাদীরা যাতে নতুন করে রাজনৈতিক দৃশ্যপটে ফিরে আসতে না পারে বা নতুন যাতে ফ্যাসিবাদের জন্ম না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোন শহীদ পরিবার যাতে অর্থকষ্টে না পড়ে সে জন্য রাষ্ট্রীয়, সামাজিক সংগঠনসহ রাজনৈতিক শক্তিগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।